পদ/Parts of Speech
বাক্যে ব্যবহৃত প্রত্যকটি শব্দই একেকটি পদ । যেমন রাতুল একজন ছাত্র। এই বাক্যে রাতুল একটি পদ, একজন একটি পদ এবং ছাত্র একটি পদ I আরবি ব্যাকরণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এখানে قُلْ একটি পদ, هُوَ একটি পদ, اللَّهُ একটি পদ এবং أَحَدٌ একটি পদ।
পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ শেখার জন্য আমাদের যে পদ্ধতি/approach হবে তা হলো আমরা প্রথমে পদ সম্পর্কে ধারণা নিবো। তারপর একটি পদের সাথে আরেকটি পদ কিভাবে যুক্ত হয়ে বাক্যাংশ তৈরি করে তা শিখব। যখন পদ এবং বাক্যাংশ সম্পর্কে ধারণা হয়ে গেলো, তখন আমরা বাক্য তৈরি করবো যা মূলত পদ এবং বাক্যাংশের সমন্বয়। কিছুটা ছোটবেলার বিল্ডিং ব্লক লেগো সেট দিয়ে যেভাবে একটি কাঠামো/Structure তৈরি করতাম তার মতো।
এই লিংক থেকে পরবর্তী পোস্ট আরবি ব্যাকরণে পদের প্রকারভেদ সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ”
প্রচলিত বাংলা এবং English ব্যাকরণ এর সংগে মিল রেখে আরবী ব্যাকরণ পড়লে অনেক সহজ মনে হয়।
Thanks a lot, they are so helpful!
Really Good!