জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন -৮ : বিবিধ

জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন -৮ : বিবিধ

আমরা ইতিমধ্যে নামমাত্র বাক্যের সবচেয়ে বেশি ব্যবহৃত ৭ টি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। পূর্বোক্ত ৭ টি প্যাটার্ন ব্যতীত, আমরা নামমাত্র বাক্যের যে প্যাটার্নই পাই, আমরা সেগুলিকে বিবিধ প্যাটার্ন হিসাবে বিবেচনা করব।বিবিধ প্যাটার্ন মূলত পূর্বোক্ত ৭ টি প্যাটার্নের কিছুটা পরিবর্তিত রূপ।যেমন একটি মুবতাদার সাথে হার্ফে আতফের মাধ্যমে একাধিক মুবতাদা আসতে পারে অথবা একটি খবরের পরিবর্তে একাধিক খবর অথবা মুতাআল্লিক বিল খবরের পরিবর্তে একাধিক মুতাআল্লিক বিল খবর। নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হল :

বিবিধ-১: মুবতাদা + খবর + وَ + খবর

বাংলা অর্থখবরوَখবরমুবতাদা
তোমাদের বন্ধু হলো আল্লাহ ও তাঁর রসূলرَسُولُهُوَاللَّهُوَلِيُّكُمُ
এগুলো আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের আয়াতكِتَابٍ مُّبِينٍوَآيَاتُ الْقُرْآنِ تِلْكَ

বিবিধ-২: মুবতাদা (সর্বনাম) + খবর + খবর

বাংলা অর্থখবরখবর(সর্বনাম)মুবতাদা
নিঃসন্দেহে তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতাالْعَلِيمُ ‎السَّمِيعُهُوَإِنَّهُ
আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতাالْعَلِيمُالسَّمِيعُهُوَاللَّهُ
নিশ্চয় আপনি পরাক্রান্ত,মহাবিজ্ঞالْحَكِيمُالْعَزِيزُأَنتَإِنَّكَ
নিশ্চয় তোমার পালনকর্তা সর্বশক্তিমান, পরাক্রমশালীالْعَزِيزُالْقَوِيُّهُوَ إِنَّ رَبَّكَ 
নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞالْعَلِيمُالْخَلَّاقُهُوَإِنَّ رَبَّكَ 
নিশ্চয় আপনার পালনকর্তা পরাক্রান্ত, পরম দয়ালুالرَّحِيمُالْعَزِيزُلَهُوَإِنَّ رَبَّكَ 

বিবিধ-৩: মুতাআল্লিক বিল খবর + মুবতাদা + وَ + মুবতাদা

বাংলা অর্থমুবতাদাوَ মুবতাদামুতাআল্লিক বিল খবর
তাঁদের জন্যে রয়েছে, ক্ষমা ও সম্মানজনক জীবিকাرِزْقٌ كَرِيمٌوَمَّغْفِرَةٌلَّهُم
তাঁদের জন্যে রয়েছে ক্ষমা ও মহান প্রতিদানأَجْرٌ عَظِيمٌوَمَّغْفِرَةٌلَهُم
আল্লাহ্‌রই জন্যে মহাকাশমন্ডল ও পৃথিবীর রাজত্ব الْأَرْضِوَمُلْكُ السَّمَاوَاتِلِلَّهِ
আল্লাহ্‌রই জন্যে মহাকাশমন্ডল ও পৃথিবীর বাহিনীসমূহالْأَرْضِوَجُنُودُ السَّمَاوَاتِلِلَّهِ
নভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই কাছে রয়েছেالْأَرْضِوَغَيْبُ السَّمَاوَاتِلَهُ

বিবিধ-৪: মুতাআল্লিক বিল খবর + মুতাআল্লিক বিল খবর + মুবতাদা

বাংলা অর্থমুবতাদামুতাআল্লিক বিল খবর মুতাআল্লিক বিল খবর
তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনাخِزْيٌفِي الدُّنْيَالَهُمْ
তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তিعَذَابٌ عَظِيمٌفِي الْآخِرَةِلَهُمْ
তাদের জন্যে সেখানে রয়েছে চিরস্থায়ী সুখসমৃদ্ধিنَعِيمٌ مُّقِيمٌفِيهَالَّهُمْ

বিবিধ-৫: মুবতাদা (একাংশ) + মুতাআল্লিক বিল খবর +মুবতাদা (বাকি অংশ)

বাংলা অর্থমুবতাদা (বাকি অংশ)মুতাআল্লিক বিল খবর মুবতাদা (একাংশ)
নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে لَآيَةً فِي ذَٰلِكَإِنَّ
নিঃসন্দেহে এতে শিক্ষা রয়েছেلَعِبْرَةًفِي ذَٰلِكَ إِنَّ
যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান‎أَجْرًا حَسَنًالَهُمْأَنَّ
যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কারأَجْرًا كَبِيرًالَهُمْأَنَّ
যে তাদের জন্য রয়েছে জান্নাতجَنَّاتٍلَهُمْأَنَّ
কারণ তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাবعَذَابًا أَلِيمًالَهُمْبِأَنَّ

বিবিধ-৬ : মুবতাদা + মুতাআল্লিক বিল খবর + খবর + খবর

বাংলা অর্থখবরখবর মুতাআল্লিক বিল খবরমুবতাদা
নিশ্চয় আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে ক্ষমাশীল, পরম দয়ালু‎رَّحِيمٌلَغَفُورٌمِن بَعْدِهَاإِنَّ رَبَّكَ

4 thoughts on “জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন -৮ : বিবিধ”

  1. আসসালামু আলাইকুম।
    সুন্দর উদাহরণগুলো।

    বিআন্না এবং কাআন্না এর মধ্যে পার্থক্য কি?

  2. সরি, আমার প্রশ্নটা ছিল
    বিয়ান্না এবং লিআন্না এর অর্থ কি একই?

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top