ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৫

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

১.

আরবি : يُؤْمِنُونَ بِالْغَيْبِ
বাংলা : তারা অদৃশ্যে ঈমান আনে।

প্রশ্ন:بِالْغَيْبِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

২.

আরবি : يُقِيمُونَ الصَّلَاةَ
বাংলা : তারা নামায কায়েম করে।

প্রশ্ন:الصَّلَاةَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৩.

আরবি : يُضِلُّ بِهِ كَثِيرًا
বাংলা : তিনি এর দ্বারা অনেককে বিভ্রান্ত করেন।

প্রশ্ন:كَثِيرًا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৪.

আরবি : يُفْسِدُونَ فِي الْأَرْضِ
বাংলা : তারা জমিনে ফাসাদ করে।

প্রশ্ন:فِي الْأَرْضِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৫.

আরবি : لَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ
বাংলা : তোমরা তোমাদের নিজেদেরকে ঘর থেকে বের করবে না।

প্রশ্ন:أَنْفُسَكُمْ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৬.

আরবি : يَرْحَمُكَ اللَّهُ
বাংলা : আল্লাহ তোমার প্রতি দয়া করুন।

প্রশ্ন:اللَّهُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৭.

আরবি : لَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
বাংলা : তিনি তোমাদের জন্য কষ্ট চান না।

প্রশ্ন:الْعُسْرَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৮.

আরবি : يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ
বাংলা : তারা তোমাকে পবিত্র মাস সম্পর্কে জিজ্ঞেস করে।

প্রশ্ন:كَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৯.

আরবি : لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
বাংলা : যাতে তোমরা চিন্তা কর।

প্রশ্ন:تَتَفَكَّرُونَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১০.

আরবি : يُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ
বাংলা : তিনি মানুষের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্ট করেন।

প্রশ্ন:آيَاتِهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১১.
আরবি : يُحِبُّ الْمُحْسِنِينَ
বাংলা : তিনি সৎকর্মশীলদের ভালোবাসেন।

প্রশ্ন:الْمُحْسِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১২.
আরবি : يَقْدِرُ عَلَيْهِ رِزْقَهُ
বাংলা : তিনি তার রিযিক সংকুচিত করেন।

প্রশ্ন:رِزْقَهُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৩.
আরবি : يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ
বাংলা : তিনি মৃত থেকে জীবিত বের করেন।

প্রশ্ন:الْحَيَّ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৪.
আরবি : يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا
বাংলা : তিনি মৃত্যুর পর জমিনকে জীবিত করেন।

প্রশ্ন:الْأَرْضَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৫.
আরবি : يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ
বাংলা : সে জ্ঞান ছাড়া আল্লাহ বিষয়ে তর্ক করে।

প্রশ্ন:فِي اللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


8 thoughts on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৫”

  1. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

  2. আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top