ইসমের বৈশিষ্ট্য
আরবি ব্যাকরণে, প্রতিটি ইসমের চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় :
স্টেটাস/Status :
একটি ইসম বাক্যে কি ভূমিকা/মর্যাদায় অবস্থান করছে, তা সম্পর্কে ধারণা দেয়।
বচন/Number :
বচন দ্বারা ইসমের সংখ্যার ধারণা দেয় যেমন এক, দুই অথবা দুয়ের অধিক।
লিঙ্গ/Gender :
ইসমটি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক এ সম্পর্কে ধারণা দেয়।
টাইপ/Type :
ইসমটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট এ সম্পর্কে ধারণা দেয়।
নিচের টেবিল থেকে আমরা কোরআনে ব্যবহৃত কিছু ইসমের চারটি বৈশিষ্ট্য দেখবো:
টাইপ | লিঙ্গ | বচন | স্টেটাস | বাংলা অর্থ | ইসম |
---|---|---|---|---|---|
নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | নাসব/জার্ | সমুদয় সৃষ্ট-জগত | الْعَالَمِينَ |
নির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | জার্ | মিসকীন | الْمِسْكِينِ |
নির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | সে | هُوَ |
অনির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | বে-খবর | سَاهُونَ |
অনির্দিষ্ট | স্ত্রীবাচক | একবচন | নাসব | আগুন | نَارًا |
নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | কাফেরকূল | الْكَافِرُونَ |
অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | নাসব | ক্ষমাকারী | تَوَّابًا |
নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | তোমরা | أَنتُمْ |
অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | এক | أَحَدٌ |
নির্দিষ্ট | স্ত্রীবাচক | একবচন | রফা | সে | هِيَ |
অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | জার্ | হিংসাকারী | حَاسِدٍ |
অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | এবাদতকারী | عَابِدٌ |
এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” স্টেটাস/Status ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ
যে কোন ইসমের এই চারটি বৈশিষ্ট্য বুঝতে পারা একটি বড় মাইলফলক বলে প্রতীয়মান হয়।
নাসব, জা্র ও রফা বলতে কী বুঝায়?
https://quranicarabiclearningcafe.com/স্টেটাস/
Alhamdulillah