ইসমের বৈশিষ্ট্য/Properties of Ism

ইসমের বৈশিষ্ট্য

আরবি ব্যাকরণে, প্রতিটি ইসমের চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় :

স্টেটাস/Status :

একটি ইসম বাক্যে কি ভূমিকা/মর্যাদায় অবস্থান করছে, তা সম্পর্কে ধারণা দেয়।

বচন/Number :

বচন দ্বারা ইসমের সংখ্যার ধারণা দেয় যেমন এক, দুই অথবা দুয়ের অধিক।

লিঙ্গ/Gender :  

ইসমটি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক এ সম্পর্কে ধারণা দেয়।

টাইপ/Type :

ইসমটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট এ সম্পর্কে ধারণা দেয়।

নিচের টেবিল থেকে আমরা কোরআনে ব্যবহৃত কিছু ইসমের চারটি বৈশিষ্ট্য দেখবো:

টাইপলিঙ্গবচনস্টেটাসবাংলা অর্থইসম
নির্দিষ্টপুরুষবাচকবহুবচননাসব/জার্সমুদয় সৃষ্ট-জগতالْعَالَمِينَ
নির্দিষ্টপুরুষবাচকএকবচনজার্মিসকীনالْمِسْكِينِ
নির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাসেهُوَ
অনির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাবে-খবরسَاهُونَ
অনির্দিষ্টস্ত্রীবাচকএকবচননাসবআগুনنَارًا
নির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাকাফেরকূলالْكَافِرُونَ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচননাসবক্ষমাকারী تَوَّابًا 
নির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাতোমরাأَنتُمْ 
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাএকأَحَدٌ
নির্দিষ্টস্ত্রীবাচকএকবচনরফাসেهِيَ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনজার্হিংসাকারীحَاسِدٍ 
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাএবাদতকারীعَابِدٌ 

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” স্টেটাস/Status ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

4 comments

  1. যে কোন ইসমের এই চারটি বৈশিষ্ট্য বুঝতে পারা একটি বড় মাইলফলক বলে প্রতীয়মান হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!