পদের প্রকারভেদ
পবিত্র কোরআনে প্রায় ৭৭,৪৩০ টি শব্দ আছে। এই ৭৭,৪৩০ টি শব্দকে আমরা যদি আরবি ব্যাকরণের পদের প্রকারভেদ অনুযায়ী বিভক্ত করি, তাহলে মাত্র তিনটি পদ পাওয়া যাবে। যথা ইসম, হারফ এবং ফিল।
প্রথম ধাপে এই তিনটি পদের মধ্যে ইসম ও হারফ মিলে ৩৯০ টি শব্দ শিখবো যেগুলো পবিত্র কোরআনে প্রায় ৪৬,৫৩৫ বার ব্যবহৃত হয়েছে। গুগলে এই শব্দের তালিকা আছে, তাছাড়া এই লিংক থেকে এই শব্দগুলো পেতে পারেন
অন্যদিকে, আমরা ২৯০ টি ফিল শিখবো যেগুলো পবিত্র কোরআনে প্রায় ১৯,৫০০ বার ব্যবহৃত হয়েছে। গুগলে এই শব্দের তালিকা আছে, তাছাড়া এই লিংক থেকে এই শব্দগুলো পেতে পারেন
প্রথম ধাপে ইসম, হারফ ও ফিল মিলে সর্বমোট ৬৮০ টি শব্দ শিখলে পবিত্র কোরআনের প্রায় ৮৫% শব্দ শিখা হয়ে যাবে ইন শা আল্লাহ।
অধিকন্তু, ইংরেজি ও বাংলা ব্যাকরণের সাথে আরবি ব্যাকরণে পদের প্রকারভেদের একটি তুলনামূলক চিত্র দেয়া হলো:
এই লিংক থেকে পরবর্তী পোস্ট ইসমের পরিচয় সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ”
বাংলা এবং ইংরেজী উভয়টা থাকলে বেশি ভাল হয়।
Jazhakum Allahu Khair.
Alhamdulillah
Alhamdulillah.. zajakallahu Khairan
ما شاء الله فكرة جميلة. جزاك الله خيرا
Alhamdulillah.
Alhamdulillah.