মাউসুফ (مو صوف)
মাউসুফ (مو صوف) একটি ইসম যার শাব্দিক অর্থ হল যার সম্পর্কে বর্ণনা করা হয়। মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ হল যার দোষ গুণ বর্ণনা করা হয়।
সিফাহ (صفة)
অন্যদিকে যেসব শব্দ (ইসম) ব্যবহার করে মাউসুফের দোষ গুণ বর্ণনা করা হয়, ওই শব্দ(সমূহ) কে সিফাহ (صفة) বলে। যেমন নতুন কলমটি – এখানে কলম শব্দটি মাউসুফ অন্যদিকে নতুন শব্দটি সিফাহ কারণ নতুন শব্দটি কলমের গুণ বর্ণনা করছে।
মাউসুফ এবং সিফাহ হওয়ার শর্ত
মাউসুফ এবং সিফাহ হওয়ার শর্ত নিম্নরূপ :
- সিফাহ মাউসুফ সম্পর্কে বর্ণনা করবে ;
- মাউসুফ এবং সিফাহর চারটি বৈশিষ্ট্য একরকম হবে ;
- মাউসুফ একটি হবে কিন্তু সিফাহ একাধিক হতে পারে ;
- মাউসুফ আগে আসবে তারপর সিফাহ ;
- মাউসুফ এবং সিফাহ পাশাপাশি অথবা দূরেও বসতে পারে
মাউসুফ সিফাহ বাক্যাংশের কিছু উদাহরণ
নিচে মাউসুফ সিফাহ বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:
সিফাহ | মাউসুফ | বাংলা অর্থ | মাউসুফ সিফাহ বাক্যাংশ |
---|---|---|---|
أَلِيمٌ | عَذَابٌ | ভয়াবহ আযাব | عَذَابٌ أَلِيمٌ |
ثَقِيلًا | قَوْلًا | গুরুত্বপূর্ণ বাণী | قَوْلًا ثَقِيلًا |
الْمُسْتَقِيمَ | الصِّرَاطَ | সরল পথ | الصِّرَاطَ الْمُسْتَقِيمَ |
الظَّالِمِينَ | الْقَوْمَ | সীমালংঘণকারী সম্প্রদায় | الْقَوْمَ الظَّالِمِينَ |
الْكَافِرِينَ | الْقَوْمَ | কাফের সম্প্রদায় | الْقَوْمَ الْكَافِرِينَ |
حَامِيَةٌ | نَارٌ | প্রজ্জ্বলিত অগ্নি | نَارٌ حَامِيَةٌ |
الْمَبْثُوثِ | الْفَرَاشِ | বিক্ষিপ্ত পতংগ | الْفَرَاشِ الْمَبْثُوثِ |
رَّاضِيَةٍ | عِيشَةٍ | সন্তোষজনক জীবনযাপন | عِيشَةٍ رَّاضِيَةٍ |
مُّمَدَّدَةٍ | عَمَدٍ | লম্বা খুঁটি | عَمَدٍ مُّمَدَّدَةٍ |
مَّأْكُولٍ | عَصْفٍ | ভক্ষিত তৃণ | عَصْفٍ مَّأْكُولٍ |
قَلِيلًا | ثَمَنًا | অল্প মূল্য | ثَمَنًا قَلِيلًا |
الْحَقُّ | الْيَوْمُ | সত্য দিবস | الْيَوْمُ الْحَقُّ |
مَّرْقُومٌ | كِتَابٌ | লিপিবদ্ধ খাতা | كِتَابٌ مَّرْقُومٌ |
الْكَبِيرُ | الْفَوْزُ | মহা সাফল্য | الْفَوْزُ الْكَبِيرُ |
الدُّنْيَا | الْحَيَاةَ | পার্থিব জীবন | الْحَيَاةَ الدُّنْيَا |
جَارِيَةٌ | عَيْنٌ | প্রবাহিত ঝরণা | عَيْنٌ جَارِيَةٌ |
الْأَكْبَرَ | الْعَذَابَ | মহা আযাব | الْعَذَابَ الْأَكْبَرَ |
قَيِّمَةٌ | كُتُبٌ | সুপ্রতিষ্ঠিত গ্রন্থসমূহ | كُتُبٌ قَيِّمَةٌ |
آمِنًا | بَلَدًا | নিরাপদ নগর | بَلَدًا آمِنًا |
مُّبَارَكٌ | ذِكْرٌ | বরকতময় উপদেশ | ذِكْرٌ مُّبَارَكٌ |
মাউসুফ সিফাহ বাক্যাংশটি অন্যান্য বাক্যাংশের সাথে সমন্বিতভাবে ব্যবহৃত হতে পারে। আমরা পরবর্তী পোস্টে দেখবো ইন শা আল্লাহ
আলহামদুলিল্লাহ, এই পেজটি মহাগ্রন্থ আল-কোরআন বুঝার জন্য অনেক অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।
Jazhakum Allahu Khair.
হারফে জার কিভাবে ইসম পরিবর্তন করে তা লিখে আপলোড করার অনুরোধ করছি
আস্ সালামু ‘আলাইকুম,
আল্ হাম্ দুলিল্লা-হ,
আপনাদের এই ব্লগটি আজকেই প্রথম দেখেছি। আপনাদের নির্বাচিত বিষয় ও বর্ণনা সাধারণ শিক্ষায় শিক্ষিত কুরআনের অর্থ শিক্ষার্থীদের খুব উপকারী বলে আমার মনে হচ্ছে। বিষয়গুলো ক্রমান্বয়ে কীভাবে দেখতে পারি তা জানালে খুব উপকৃত হবো। কুরআনের শব্দার্থগুলো (ভার্ব ও ননভার্ব পৃথকভাবে) দিলে খুব ভালো হয়। আল্লাহ তা’আলা আপনাদের এই প্রচেষ্টা সফল করুন। জাঝা-কাল্ল-হু খইর।
jazakallah
অনুবাদের সময় কী ছিফাতের অনুবাদ আগে আসবে এবং মাউসুফ এর অনুবাদ পরে? মুবতাদা – খবর সম্পর্কিত আরেকটা আর্টিকেল দিয়েন ইনশাআল্লাহ
হা , অনুবাদের সময় ছিফাতের অনুবাদ আগে আসবে এবং মাউসুফের অনুবাদ পরে। মুবতাদা খবরের উপর আলোচনা এই পোস্টে পাবেন https://quranicarabiclearningcafe.com/nominal-sentence/