বাক্যাংশ-৪ মাউসুফ সিফাহ 

মাউসুফ (مو صوف)

মাউসুফ (مو صوف) একটি ইসম যার শাব্দিক অর্থ হল যার সম্পর্কে বর্ণনা করা হয়। মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ হল যার দোষ গুণ বর্ণনা করা হয়।

সিফাহ (صفة)

অন্যদিকে যেসব শব্দ (ইসম) ব্যবহার করে মাউসুফের দোষ গুণ বর্ণনা করা হয়, ওই শব্দ(সমূহ) কে সিফাহ (صفة) বলে। যেমন নতুন কলমটি – এখানে কলম শব্দটি মাউসুফ অন্যদিকে নতুন শব্দটি সিফাহ কারণ নতুন শব্দটি কলমের গুণ বর্ণনা করছে।

মাউসুফ এবং সিফাহ হওয়ার শর্ত

মাউসুফ এবং সিফাহ হওয়ার শর্ত নিম্নরূপ :

  • সিফাহ মাউসুফ সম্পর্কে বর্ণনা করবে ;
  • মাউসুফ এবং সিফাহর চারটি বৈশিষ্ট্য একরকম হবে ; 
  • মাউসুফ একটি হবে কিন্তু সিফাহ একাধিক হতে পারে ;
  • মাউসুফ আগে আসবে তারপর সিফাহ ; 
  • মাউসুফ এবং সিফাহ পাশাপাশি অথবা দূরেও বসতে পারে  

মাউসুফ সিফাহ বাক্যাংশের কিছু উদাহরণ

নিচে মাউসুফ সিফাহ বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

সিফাহমাউসুফবাংলা অর্থমাউসুফ সিফাহ
বাক্যাংশ
أَلِيمٌعَذَابٌভয়াবহ আযাবعَذَابٌ أَلِيمٌ
ثَقِيلًاقَوْلًاগুরুত্বপূর্ণ বাণীقَوْلًا ثَقِيلًا
الْمُسْتَقِيمَالصِّرَاطَসরল পথالصِّرَاطَ الْمُسْتَقِيمَ
الظَّالِمِينَالْقَوْمَসীমালংঘণকারী
সম্প্রদায়
الْقَوْمَ الظَّالِمِينَ
الْكَافِرِينَالْقَوْمَকাফের সম্প্রদায়الْقَوْمَ الْكَافِرِينَ
حَامِيَةٌ نَارٌপ্রজ্জ্বলিত অগ্নি نَارٌ حَامِيَةٌ
الْمَبْثُوثِالْفَرَاشِবিক্ষিপ্ত পতংগالْفَرَاشِ الْمَبْثُوثِ
رَّاضِيَةٍعِيشَةٍসন্তোষজনক
জীবনযাপন
عِيشَةٍ رَّاضِيَةٍ
مُّمَدَّدَةٍعَمَدٍ ‎লম্বা খুঁটিعَمَدٍ مُّمَدَّدَةٍ ‎
مَّأْكُولٍعَصْفٍভক্ষিত তৃণعَصْفٍ مَّأْكُولٍ
قَلِيلًاثَمَنًاঅল্প মূল্যثَمَنًا قَلِيلًا
الْحَقُّالْيَوْمُসত্য দিবসالْيَوْمُ الْحَقُّ
مَّرْقُومٌكِتَابٌলিপিবদ্ধ খাতাكِتَابٌ مَّرْقُومٌ
الْكَبِيرُالْفَوْزُমহা সাফল্যالْفَوْزُ الْكَبِيرُ
الدُّنْيَاالْحَيَاةَপার্থিব জীবনالْحَيَاةَ الدُّنْيَا
جَارِيَةٌعَيْنٌপ্রবাহিত ঝরণাعَيْنٌ جَارِيَةٌ
الْأَكْبَرَالْعَذَابَমহা আযাবالْعَذَابَ الْأَكْبَرَ
قَيِّمَةٌكُتُبٌসুপ্রতিষ্ঠিত গ্রন্থসমূহكُتُبٌ قَيِّمَةٌ
آمِنًابَلَدًاনিরাপদ নগর بَلَدًا آمِنًا
مُّبَارَكٌذِكْرٌবরকতময় উপদেশذِكْرٌ مُّبَارَكٌ

মাউসুফ সিফাহ বাক্যাংশটি অন্যান্য বাক্যাংশের সাথে সমন্বিতভাবে ব্যবহৃত হতে পারে। আমরা পরবর্তী পোস্টে দেখবো ইন শা আল্লাহ

7 comments

  1. আলহামদুলিল্লাহ, এই পেজটি মহাগ্রন্থ আল-কোরআন বুঝার জন্য অনেক অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।

  2. হারফে জার কিভাবে ইসম পরিবর্তন করে তা লিখে আপলোড করার অনুরোধ করছি

  3. আস্ সালামু ‘আলাইকুম,
    আল্ হাম্ দুলিল্লা-হ,
    আপনাদের এই ব্লগটি আজকেই প্রথম দেখেছি। আপনাদের নির্বাচিত বিষয় ও বর্ণনা সাধারণ শিক্ষায় শিক্ষিত কুরআনের অর্থ শিক্ষার্থীদের খুব উপকারী বলে আমার মনে হচ্ছে। বিষয়গুলো ক্রমান্বয়ে কীভাবে দেখতে পারি তা জানালে খুব উপকৃত হবো। কুরআনের শব্দার্থগুলো (ভার্ব ও ননভার্ব পৃথকভাবে) দিলে খুব ভালো হয়। আল্লাহ তা’আলা আপনাদের এই প্রচেষ্টা সফল করুন। জাঝা-কাল্ল-হু খইর।

  4. অনুবাদের সময় কী ছিফাতের অনুবাদ আগে আসবে এবং মাউসুফ এর অনুবাদ পরে? মুবতাদা – খবর সম্পর্কিত আরেকটা আর্টিকেল দিয়েন ইনশাআল্লাহ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!