পুরুষবাচক বহুবচন ইসম গঠন করার নিয়ম

তিনটি ধাপে একটি পুরুষবাচক একবচন ইসম (হেভি ফর্ম) থেকে বহুবচন ইসম করতে পারি। নিচে প্রতি ধাপের বর্ণনা দেয়া হলো :

ধাপ-১:

একবচন হেভি ফর্মের রফা ও জার্ স্ট্যাটাসের ইসম থেকে نْ /নূন সাকিনকে সরিয়ে রাখবো।

نْ /নূন সাকিন বিহীন ফর্মহেভি ফর্মস্টেটাস
مُسْلِمُمُسْلِمٌরফা
مُسْلِمًاনাসব
مُسْلِمِمُسْلِمٍজার

ধাপ-২:

نْ /নূন সাকিন বিহীন ফর্মের সাথে উপযুক্ত মদের হরফ যুক্ত করবো।

মদের হরফ যুক্ত ফর্মউপযুক্ত মদের হরফنْ /নূন সাকিন বিহীন ফর্মস্টেটাস
مُسْلِمُوْوْمُسْلِمُরফা
নাসব
مُسْلِمِييْمُسْلِمِজার
আরবি ব্যাকরণে তিনটি মদের হরফ রয়েছে যথা ا و ي * যবরের বাম পাশে হলে খালি আলিফ প্রাধান্য পাবে।কারণ যবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়।যেমন بَا * পেশের বাম পাশে হলে জযম ওয়ালা ওয়াও প্রাধান্য পাবে।কারণ পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন بُوْ * অন্যদিকে যেরের বাম পাশে হলে জযমওয়ালা ইয়া প্রাধান্য পাবে।কারণ যেরের বাম পাশে জযমওয়ালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন بِىْ

ধাপ-৩:

পুনরায় ن /নূন হরফটিকে যবর হারকাত সহ (نَ) মদের হরফ যুক্ত ফর্মের সাথে যুক্ত করবো।

পুরুষবাচক বহুবচনহারকাত সহ نমদের হরফ যুক্ত ফর্মস্টেটাস
مُسْلِمُوْنَنَمُسْلِمُوْরফা
নাসব
مُسْلِمِيْنَنَمُسْلِمِيজার

নাসব স্ট্যাটাসের জন্য বহুবচনের আলাদা কোনো ফর্ম নেইজার ফর্ম ও নাসব ফর্মের বহুবচনের ফর্ম একই হবে। নিচের টেবিলে একবচন ও বহুবচনের পরিপূর্ণ চিত্রটি দেয়া হলো :

বহুবচনএকবচনস্টেটাস
مُسْلِمُوْنَمُسْلِمٌরফা
مُسْلِمِيْنَمُسْلِمًاনাসব
مُسْلِمِيْنَمُسْلِمٍজার

নিচের টেবিলে আপনাদের অনুশীলন করার জন্য কিছু উদাহরণ দেয়া হলো :

বহুবচনএকবচনস্টেটাস
مُفْلِحُوْنَمُفْلِحٌরফা
??নাসব
??জার
বহুবচনএকবচনস্টেটাস
?كَاذِبٌরফা
??নাসব
??জার
বহুবচনএকবচনস্টেটাস
?شَاهِدٌরফা
??নাসব
??জার
বহুবচনএকবচনস্টেটাস
?خَاسِرٌরফা
??নাসব
??জার

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” অনিয়মিত বহুবচন/Broken Plural ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

4 comments

  1. বিষয়গুলো আপনারা যদি আরেকটু ধীরে ধীরে শেখাতেন তাহলে আমরা যারা বিষয়গুলো ধরতে একটু কম সক্ষম তাদের জন্য ভীষণ উপকার হতো।
    জাজাকাল্লাহু খইরান।।

    1. নতুনদের জন্য কিছু কথা !

      যেকোনো জিনিস শিখার সময়, আমরা যখন প্রথমবার শুনি, আমাদের অনেক কঠিন মনে হয়। মনে হয় এই জিনিস আমি শিখতে পারবোনা। এজন্য নতুন কিছু শিখার সহজ উপায় হলো – Spaced Repetition/ বিরতি দিয়ে দিয়ে একই আলোচনা শুনা এবং বুঝার চেষ্টা করা।

      আলহামদুলিল্লাহ ! আমরা লেসনগুলো এমনভাবে সাজাই যেন এখানে Spaced Repetition থাকে। এজন্য আমরা প্রথমবার একটা টপিক আলোচনা করার পর পুরো সপ্তাহ ধরে এই টপিকের উপর কুইজ দেই। পরবর্তী ক্লাসের শুরুতে এই একই টপিক Recap করি।

      তারপর আরো কিছু ক্লাসে এই আলোচনা নিয়ে আসি। রিভিউ ক্লাস নেই। প্রযোজ্য ক্ষেত্রে Pictorial Summary দেই।

      যারা ধৈর্য নিয়ে লেগে থাকে, তারা কিছুদিন পর ঠিক বুঝতে পারে ইন শা আল্লাহ । এজন্য আমাদের বিনীত অনুরোধ আপনি যথেষ্ট চেষ্টা না করা পর্যন্ত থামবেন না।

  2. Assalamualykum ostadji
    Ami ata bujte parsina heavy keno.
    As-Saffat 37:72.
    وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ.
    –এই আয়াতে ‎ مُّنذِرِينَ ইসমটি লাইট ফর্মে আছে।
    1 point
    সত্য
    মিথ্যা

    1. ওয়া আলাইকুমুস সালাম !
      এই শব্দটি লাইট ফর্মে নেই। লাইট ফর্মের শব্দে কোন তানবীন/শেষে নূন হরফ থাকেনা। তাই উত্তর হলো মিথ্যা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!