অনিয়মিত বহুবচন/Broken Plural

আরবী ব্যাকরণে বহুবচন (Plural) দুপ্রকার  

নিয়মিত বহুবচন جَمْعُ السَّالِمِ (Regular Plural) 

যে সকল ইসম বহুবচন হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট অনুসরণ করে অর্থাৎ পুরুষবাচক হেভি ফর্মে বহুবচন হওয়ার ক্ষেত্রে OONA/EENA দিয়ে শেষ হয় এবং স্ত্রীবাচক হেভি ফর্মে বহুবচন হওয়ার ক্ষেত্রে AATUN/AATEEN হয়।

অনিয়মিত বহুবচন  جَمْعُ التَّكْسِيرِ (Broken Plural)

যে সকল ইসম বহুবচন হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট অনুসরণ করে না 

কিছু অনিয়মিত বহুবচন/Broken Plural এর উদাহরণ দেয়া হল : 

অনিয়মিত বহুবচনএকবচন
قُلُوْبٌقَلْبٌআরবি
দুয়ের বেশি অন্তরএকটি অন্তরবাংলা অর্থ
نُجُوْمٌنَجْمٌআরবি
দুয়ের বেশি নক্ষত্রএকটি নক্ষত্রবাংলা অর্থ
بُيُوْتٌبَيْتٌআরবি
দুয়ের বেশি বাড়িএকটি বাড়িবাংলা অর্থ
رِجَالٌرَجُلٌআরবি
দুয়ের অধিক পুরুষএকজন পুরুষবাংলা অর্থ
جِبَالٌجَبَلٌআরবি
দুয়ের বেশি পাহাড়একটি পাহাড়বাংলা অর্থ
بِحَارٌبَحْرٌআরবি
দুয়ের বেশি সমুদ্রএকটি সমুদ্রবাংলা অর্থ
أَبْوَابٌبَابٌআরবি
দুয়ের বেশি দরজাএকটি দরজাবাংলা অর্থ
أَنْهَارٌنَهَرٌআরবি
দুয়ের বেশি নদীএকটি নদীবাংলা অর্থ
أَقْلَامٌقَلَمٌআরবি
দুয়ের বেশি কলমএকটি কলমবাংলা অর্থ
أََمْثَالٌمَثَلٌআরবি
দুয়ের বেশি উদাহরণএকটি উদাহরণবাংলা অর্থ
أَصْحَابٌصَاحِبٌআরবি
দুয়ের বেশি সাথীএকজন সাথীবাংলা অর্থ
رُسُلٌرَسُولٌআরবি
দুয়ের বেশি রসূলএকজন রসূলবাংলা অর্থ

একটি বিষয় এখানে লক্ষণীয় যে আপনি যদি আগে থেকে অনিয়মিত বহুবচনগুলো না চেনেন তাহলে একবচনের মত মনে হবে। এজন্য কোরআনে ব্যবহৃত অনিয়মিত বহুবচনগুলো সম্পর্কে আলাদা করে ধারণা রাখতে হবে।

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” লিঙ্গ/Gender ” পড়তে পারেন

2 comments

  1. Alhamdulillah.
    Regular plural এবং Broken plural এর ব্যাখ্যা এক কথায় অসাধারণ।
    Jazhakum Allahu Khair.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!