বাক্যাংশ-৬ ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি

ইসমুল ইশারাإِسْمُ الإِشارَةِ/Pointing words

যে সমস্ত শব্দের দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সে সমস্ত শব্দকে আরবীতে ইসমুল ইশারা (إِسْمُ الْاِشَارَةِ) বলা হয়। বেশিরভাগ ইসমুল ইশারাগুলো (দ্বিবচন ছাড়া) non-flexible অর্থাৎ রফা, নাসব এবং জার্ স্ট্যাটাসের জন্য দেখতে একইরকম হয়।কোরআনে বহুল ব্যবহৃত ইসমুল ইশারার তালিকা দেয়া হল: 

ইসমুল ইশারা / اسم الإشارة
Ismul Ishara/Pointing words
উপরের শব্দগুলো বাক্যাংশ তৈরি করা ছাড়াও অন্য ভূমিকায় আসতে পারে যথা বাক্যের কর্তা/Subject বা কর্ম কারক/Object হিসাবে

মুশারুন ইলাইহি/مُشارٌ إِلَيْهَ

মুশারুন ইলাইহি হলো – যার/যেই জিনিসের দিকে ইশারা করা হয় I যেমন “ঐ লোকটি ” এখানে “ ” -ইসমুল ইশারা , “লোকটি ” – মুশারুন ইলাইহি

ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি  হওয়ার শর্ত :

  • ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি চারটি বৈশিষ্ট্য একরকম হবে
  • ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি পাশাপাশি বসবে
  • মুশারুন ইলাইহি একটি আলিফ লাম যুক্ত ইসম হবে

পবিত্র কুরআন থেকে কিছু উদাহরণ

এখন পবিত্র কুরআন থেকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝার চেষ্টা করি :

মুশারুন
ইলাইহি
ইসমুল
ইশারা
বাংলা অর্থইসমুল ইশারা ও মুশারুন
ইলাইহি বাক্যাংশ
الْقُرْآنُهَٰذَاএই কুরআনهَٰذَا الْقُرْآنُ
الْوَعْدُهَٰذَاএ ওয়াদাهَٰذَا الْوَعْدُ
الْبَلَدَهَٰذَا এই শহরهَٰذَا الْبَلَدَ 
الْحَدِيثِهَٰذَاএই বিবৃতিهَٰذَا الْحَدِيثِ
الْبَيْتِهَٰذَاএই গৃহهَٰذَا الْبَيْتِ
الْفَتْحُهَٰذَاএই বিজয়هَٰذَا الْفَتْحُ
الشَّجَرَةَهَٰذِهِ এই বৃক্ষهَٰذِهِ الشَّجَرَةَ 
الْقَرْيَةَهَٰذِهِএই শহরهَٰذِهِ الْقَرْيَةَ
الْحَيَاةِهَٰذِهِ এই জীবনهَٰذِهِ الْحَيَاةِ 
الدُّنْيَاهَٰذِهِ এই দুনিয়াهَٰذِهِ الدُّنْيَا 
الْيَوْمُ ذَٰلِكَঐ দিবস ذَٰلِكَ الْيَوْمُ
الْفَوْزُذَٰلِكَ ঐ সাফল্যذَٰلِكَ الْفَوْزُ 
الْأَمْثَالُتِلْكَএই উপমাগুলোتِلْكَ الْأَمْثَالُ

4 comments

  1. It’s very useful, I am very impressed and whenever I have time I visit this site, may Allah reward you all who are helping this noble daowat work for us.

  2. আমি শুধু ভাবি যে আল্লাহ পাক আপনাদেরকে যে কি দেয়া দিবেন!!! সুবহান আল্লাহ!! আপনাদের আখিরাতের ইনকাম দেখে আমি ইর্শান্বিত। এমন ইসালে সওয়াবের খাজানা আল্লাহ পাক আমাদের কেও দান করুক, আমিন। আপনাদের এই কোরবানি, এই প্রচেষ্টা আল্লাহ পাক কবুল করুক। আমিন।

  3. জাযাকাল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির পথ উন্মোচন করে দিন। আমিন

Comments are closed.

error: Content is protected !!