সহজ বাংলায় পবিত্র কুরআনুল কারীমের ব্যাকরণ শিখার একটি প্লাটফর্ম
পবিত্র কুরআনুল কারীম থেকে لَيْسَ/লাইসার উদাহরণ
لَيْسَ/লাইসার মাধ্যমে বর্তমান কালের জুমলা ইসমিয়াকেনা-বোধক করা হয়।লাইসার ব্যবহার সহজে বোঝার জন্য, আমরা তিনটি প্যাটার্ন অনুসরণ করে শিখবো ইন শা আল্লাহ :
প্যাটার্ন -১ : ইসম লাইসা + খবর লাইসা (بِ এর মাধ্যমে গঠিতজার্ -মাজরূর)
খবর লাইসা
ইসম লাইসা
بِأَحْكَمِ الْحَاكِمِينَ
أَلَيْسَ اللَّهُ
বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক
আল্লাহ্ কি নন?
بِالْحَقِّ
أَلَيْسَ هَٰذَا
বাস্তব সত্য
এটা কি নয়?
بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
لَيْسَ
বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী
তিনি নয়
بِقَرِيبٍ
أَلَيْسَ الصُّبْحُ
আসন্ন
ভোরবেলা কি নয়?
بِكَافٍ عَبْدَهُ
أَلَيْسَ اللَّهُ
তাঁর বান্দার জন্য যথেষ্ট
আল্লাহ কি নয়?
بِعَزِيزٍ ذِي انتِقَامٍ
أَلَيْسَ اللَّهُ
পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী
আল্লাহ কি নয়?
বাক্যটিতে অধিক জোর দেওয়ার জন্য, এই প্যাটার্নটি ব্যবহার করা হয়।
কখনো কখনো ইসম লাইসা,لَيْسَ/লাইসার পরপরই নাও আসতে পারে বরং মুতাআল্লিক বিল খবর লাইসার পরে আসতে পারে।এ ধরণের বাক্যে খবর লাইসা সাধারণত উহ্য থাকে। ইসমটির রফা স্টেটাস দেখে আমরা বুঝতে পারবো এটা ইসম লাইসা। নিম্নোক্ত টেবিলে উদাহরণ দেখানো হলো:
I want to print this documents for learning. So please permit me to print. Thank you