পবিত্র কুরআনুল কারীম থেকে لَيْسَ/লাইসার উদাহরণ

لَيْسَ/লাইসার মাধ্যমে বর্তমান কালের জুমলা ইসমিয়াকে না-বোধক করা হয়।লাইসার ব্যবহার সহজে বোঝার জন্য, আমরা তিনটি প্যাটার্ন অনুসরণ করে শিখবো ইন শা আল্লাহ :

প্যাটার্ন -১ : ইসম লাইসা + খবর লাইসা (بِ এর মাধ্যমে গঠিত জার্ -মাজরূর)

খবর লাইসাইসম লাইসা
بِأَحْكَمِ الْحَاكِمِينَ أَلَيْسَ اللَّهُ
বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারকআল্লাহ্ কি নন?
بِالْحَقِّأَلَيْسَ هَٰذَا 
বাস্তব সত্যএটা কি নয়? 
بِظَلَّامٍ لِّلْعَبِيدِ  لَيْسَ 
বান্দাদের প্রতি মোটেও জুলুমকারীতিনি নয়
بِقَرِيبٍأَلَيْسَ الصُّبْحُ
আসন্নভোরবেলা কি নয়?
بِكَافٍ عَبْدَهُأَلَيْسَ اللَّهُ
তাঁর বান্দার জন্য যথেষ্টআল্লাহ কি নয়?
بِعَزِيزٍ ذِي انتِقَامٍ أَلَيْسَ اللَّهُ
পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারীআল্লাহ কি নয়?
বাক্যটিতে অধিক জোর দেওয়ার জন্য, এই প্যাটার্নটি ব্যবহার করা হয়।

প্যাটার্ন -২ : লাইসা + খবর লাইসা/মুতাআল্লিক বিল খবর লাইসা

খবর লাইসা/মুতাআল্লিক বিল খবর লাইসাইসম লাইসা
الْبِرَّلَّيْسَ
ধার্মিকতাএটা নয়
مِنِّيلَيْسَ
আমার থেকেসে নয়
مِنَ اللَّهِ فِي شَيْءٍ لَيْسَ
আল্লাহ্‌র কাছ থেকে কোনো কিছুইনেই
كَالْأُنثَىٰلَيْسَ الذَّكَرُ
নারীর মতপুরুষ নয়
فِي قُلُوبِهِمْمَّا لَيْسَ
তাদের অন্তরেযা নেই 
مَصْرُوفًا عَنْهُمْ لَيْسَ
তাদের থেকে প্রতিহত হওয়ারএটা নয়
مِنْ أَهْلِكَلَيْسَ
তোমার পরিবারভুক্তসে নয়

প্যাটার্ন -৩ : লাইসা + মুতাআল্লিক বিল খবর লাইসা + ইসম লাইসা

কখনো কখনো ইসম লাইসা,لَيْسَ/লাইসার পরপরই নাও আসতে পারে বরং মুতাআল্লিক বিল খবর লাইসার পরে আসতে পারে।এ ধরণের বাক্যে খবর লাইসা সাধারণত উহ্য থাকে। ইসমটির রফা স্টেটাস দেখে আমরা বুঝতে পারবো এটা ইসম লাইসা। নিম্নোক্ত টেবিলে উদাহরণ দেখানো হলো:

ইসম লাইসামুতাআল্লিক বিল খবর লাইসালাইসা
جُنَاحٌعَلَيْكُمْلَيْسَ
কোনো পাপতোমাদের উপর নেই
هُدَاهُمْ عَلَيْكَلَّيْسَ
তাদের হেদায়ততোমার (উপর) দায়িত্বনয়
عِلْمٌلَكُم بِهِلَيْسَ
কোনো জ্ঞানতোমাদের এ বিষয়েনেই
سَبِيلٌعَلَيْنَا فِي الْأُمِّيِّينَ لَيْسَ
কোনো পাপঅশিক্ষিতদের ব্যাপারে আমাদেরনেই
شَيْءٌلَكَ مِنَ الْأَمْرِ لَيْسَ
কোন কিছুএ ব্যাপারে আপনার (করণীয়)নেই
وَلَدٌلَهُ لَيْسَ
কোনো সন্তানতারনাই
وَلِيٌّلَهُم مِّن دُونِهِ لَيْسَ
কোনো অভিভাবকতাদের জন্য তিনি ছাড়ানেই
سَفَاهَةٌبِي لَيْسَ
কোনো মূর্খতাআমার মধ্যেনেই
ضَلَالَةٌبِي لَيْسَ
কোনো পথভ্রান্তিআমার মধ্যেনেই
إِلَّا النَّارُلَهُمْ فِي الْآخِرَةِ لَيْسَ
আগুন ছাড়া আর কিছুইযাদের জন্য পরকালে নেই
رَجُلٌ رَّشِيدٌمِنكُمْأَلَيْسَ
কোনো ভাল মানুষতোমাদের মধ্যেকি নেই?
سُلْطَانٌلَكَ عَلَيْهِمْلَيْسَ
কোনো প্রভাবতাদের উপর তোমারনেই
جُنَاحٌعَلَيْهِنَّ لَيْسَ
কোনো পাপতাদের জন্যনেই
حَرَجٌعَلَى الْأَعْمَىٰ لَّيْسَ
কোনো দোষঅন্ধের জন্যনেই
دَعْوَةٌلَهُ لَيْسَ
কোনো দাওয়াততার জন্য নেই
شَيْءٌكَمِثْلِهِلَيْسَ
কোনো কিছুইতাঁর সদৃশ নেই
مُلْكُ مِصْرَلِي  أَلَيْسَ
মিশরের রাজ্যআমারকি নয় ?
حَمِيمٌلَهُ الْيَوْمَ هَاهُنَا لَيْسَ
কোনো অন্তরঙ্গ বন্ধুতার জন্যে আজ এখানেনেই

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!