বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল ফীল

সূরা আল ফীল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ، أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ، ‏تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ  

‏ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি? তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি? আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল। যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে। ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।

নিচের টেবিলে সূরা আল ফীলের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
মুদফ ও মুদফ ইলাইহিতোমার প্রভুرَبُّكَ
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
হস্তি-বাহিনীর সাথেبِأَصْحَابِ الْفِيلِ
মুদফ ও মুদফ ইলাইহিতাদের চক্রান্তكَيْدَهُمْ 
জার্ মাজরূরব্যর্থতায়فِي تَضْلِيلٍ 
জার্ মাজরূরতাদের উপরعَلَيْهِمْ
মাউসুফ সিফাহঝাঁকে ঝাঁকে পাখীطَيْرًا أَبَابِيلَ
জার্ মাজরূরপাথরের দ্বারাبِحِجَارَةٍ 
জার্ মাজরূরশক্ত কাদামাটি থেকেمِّن سِجِّيلٍ
জার্ মাজরূর/মাউসুফ
সিফাহ
ভক্ষিত তৃণসদৃশ كَعَصْفٍ مَّأْكُولٍ

3 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!