বাক্যাংশ সনাক্তকরণ-তাশাহুদ

তাশাহুদ/Tashahhud

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

নিচের টেবিলে তাশাহুদের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূরআল্লাহর জন্যلِلَّهِ
জার্ মাজরূরআপানার উপরعَلَيْكَ
মুদফ ও মুদফ ইলাইহিআল্লাহর রহমত  رَحْمَةُ اللَّهِ
মুদফ ও মুদফ ইলাইহিতাঁর বরকতبَرَكَاتُهُ
জার্ মাজরূরআমাদের উপরعَلَيْنَا
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
আল্লাহর বান্দাদের 
উপরে
عَلَى عِبَادِ اللهِ
মুদফ/মাউসুফ ও
মুদফ ইলাইহি/সিফাহ
আল্লাহর নেক বান্দাعِبَادِ اللهِ الصَّالِحِينَ
জার্ মাজরূর/মুদফ/মাউসুফ ও
মুদফ ইলাইহি/সিফাহ
আল্লাহর নেক 
বান্দাদের উপরে
وَعَلَى عِبَادِ اللهِ
 الصَّالِحِينَ
হরফুন নাসব ও ইহার ইসমযে মুহাম্মাদأَنَّ مُحَمَّداً
মুদফ ও মুদফ ইলাইহিতাঁর বান্দাعَبْدُهُ
মুদফ ও মুদফ ইলাইহিতাঁর রাসূলرَسُولُهُ

1 thought on “বাক্যাংশ সনাক্তকরণ-তাশাহুদ”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top