প্রথম ধাপে আমরা প্রতিটা ফ্যামিলির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সম্পর্কে বিস্তারিত শিখবো। প্রথম সদস্য হল Perfect/অতীতকালের ১৪ টি ফর্ম । ১৪ টি ফর্ম আসার কারণ ১৪ টি সর্বনাম।
নিচের টেবিল থেকে আমরা ফ্যামিলি -১ (فَتَحَ) এর অন্তুর্ভুক্ত ১ টি ফি’লের জন্য ১৪ টি Perfect/অতীতকালের ফর্ম বানানো দেখবো :
ফি’ল -১ : فَتَحَ বিজয় করা
বহুবচন | দ্বিবচন | একবচন |
---|---|---|
هُمْ فَتَحُوْا | هُمَا فَتَحَا | هُوَ فَتَحَ |
তারা বিজয় করেছে | তারা (দুজন) বিজয় করেছে | সে বিজয় করেছে |
هُنَّ فَتَحْنَ | هُمَا فَتَحَتَا | هِيَ فَتَحَتْ |
তারা বিজয় করেছে | তারা (দুজন) বিজয় করেছে | সে বিজয় করেছে |
أَنْتُمْ فَتَحْتُمْ | أَنْتُمَا فَتَحْتُمَا | أَنْتَ فَتَحْتَ |
তোমরা বিজয় করেছো | তোমরা (দুজন) বিজয় করেছো | তুমি বিজয় করেছো |
أَنْتُنَّ فَتَحْتُنَّ | أَنْتُمَا فَتَحْتُمَا | أَنْتِ فَتَحْتِ |
তোমরা বিজয় করেছো | তোমরা (দুজন) বিজয় করেছো | তুমি বিজয় করেছো |
نَحْنُ فَتَحْنَا | أَنَا فَتَحْتُ | |
আমরা বিজয় করেছি | আমি বিজয় করেছি |
একই নিয়মে ফ্যামিলি -১ (فَتَحَ) এর অন্তুর্ভুক্ত যেকোন ফি’লের ১৪ টি ফর্ম করতে পারি যদি মাঝখানের ও শেষের Root letter/বর্ণে و অথবা أ না আসে।যদি মাঝখানের ও শেষের Root letter/বর্ণে و অথবা أ আসে, তাহলে কী হবে তা আমরা পরে শিখবো ইন শা আল্লাহ । নিচের টেবিলে পবিত্র কোরআনে ফ্যামিলি -১ فَتَحَ ফ্যামিলির অন্তর্ভুক্ত কিছু ফি’লের নাম, বাংলা অর্থ ব্যবহারের সংখ্যা দেখানো হলো :
Undoubtly there will be many people benefit from this detailed & effective approach to Arabic grammar. Jazakallah Khairan Kasira
Jazakallah