একটি বাক্যের মধ্যে শুধুমাত্র একটি বাক্যাংশ থাকতে পারে আবার অন্য একটি/একাধিক বাক্যাংশের সাথে সমন্বিতভাবে/মিলিতভাবে (in an integrated way) থাকতে পারে। এই পোস্টে আমরা দেখবো হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশের সাথে মুদফ ও মুদফ ইলাইহি কিভাবে সমন্বিতভাবে থাকতে পারে।
এরকম ক্ষেত্রে প্রথমে হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশ আসে এবং ‘ ইহার ইসম ‘ অংশটি একই সাথে মুদফ হিসাবে কাজ করে ও এই মুদফের জন্য একটি মুদফ ইলাইহি আসে।এখন পবিত্র কুরআন থেকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝার চেষ্টা করি :
মুদফ ইলাইহি | ইহার ইসম/মুদফ | হারফুন নাসব | বাংলা অর্থ | সমন্বিত বাক্যাংশ |
كَ | شَانِئَ | إِنَّ | নিশ্চয় আপনার শত্রু | إِنَّ شَانِئَكَ |
اللَّهِ | هُدَى | إِنَّ | নিশ্চয় আল্লাহ্র হেদায়েত | إِنَّ هُدَى اللَّهِ |
مُلْكٍ | آيَةَ | إِنَّ | নিশ্চয় রাজত্বের নিদর্শন | إِنَّ آيَةَ مُلْكٍ |
النَّاسِ | أَكْثَرَ | لَٰكِنَّ | কিন্তু অধিকাংশ লোক | لَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ |
هُمْ | أَكْثَرَ | لَٰكِنَّ | কিন্ত তাদের অধিকাংশই | لَٰكِنَّ أَكْثَرَهُمْ |
اللَّهِ | عَذَابَ | لَٰكِنَّ | কিন্তু আল্লাহ্র শাস্তি | لَٰكِنَّ عَذَابَ اللَّهِ |