বাক্যাংশ -৩ বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি

বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ বুঝতে হলে প্রথমে বিশেষ মুদফ সম্পর্কে ধারণা থাকতে হবে। বিশেষ মুদফ হল এমন কিছু ইসম যা মূলত সময়/স্থান সম্পর্কিত এবং এই ইসমগুলো যখন অন্য কোন ইসমের পূর্বে আসে তখন পরবর্তী ইসমগুলোকে মুদফ ইলাইহি جَر (Status) অবস্থায় নিয়ে যায় অর্থাৎ জার্ ফর্ম/মাজরূর হয়। যদিও তাদের মধ্যে প্রকৃত মালিকানা বুঝায় না তবে বাংলায় ‘‘ এর সম্পর্ক তৈরি হয়।সাধারণত তিন ধরণের মুদফ ইলাইহি দেখা যায়। যথা :

১ সময় সম্পর্কিত -পূর্বে , পরে ইত্যাদি
২ স্থান সম্পর্কিত -উপরে, নিচে ইত্যাদি
৩ বিবিধ – ব্যতীত, পরস্পরের ইত্যাদি

বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ

নিচের টেবিল থেকে কিছু বিশেষ মুদফ ও মুদফ ইলাইহির পবিত্র কুরআন থেকে উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে ইন শা আল্লাহ :

মুদফ ইলাইহিবিশেষ মুদফবাংলা অর্থবিশেষ মুদফ ও মুদফ
ইলাইহি বাক্যাংশ
كُمفَوْقَতোমাদের উপরেفَوْقَكُمْ
الشَّجَرَةِتَحْتَবৃক্ষের নিচেتَحْتَ الشَّجَرَةِ 
الْمَوْتقَبْلَমৃত্যুর পূর্বেقَبْلَ الْمَوْت
الْيَوْمبَعْدَসেই দিনের পরেبَعْدَ الْيَوْم
الّٰلهِعِنْدَআল্লাহর নিকটعِنْدَ الّٰلهِ
الْمُؤْمِنِينَمَعَমু’মিনদের সাথেمَعَ الْمُؤْمِنِينَ
هُأَمَامَতার সামনেأَمَامَهُ
هُمْخَلْفَতাদের পিছনেخَلْفَهُمْ
الْمَسْجِدِقَدَّامَমসজিদের ঠিক সামনেقَدَّامَ الْمَسْجِدِ
الّٰلهِدُوْنِআল্লাহকে ছাড়াدُوْنِ الّٰلهِ
كُمبَيْنَতোমাদের মধ্যেبَيْنَكُم
كُمْحَوْلَতোমাদের চারপাশেحَوْلَكُمْ
كَلَدُنْতোমার পক্ষلَدُنْكَ
كُمْبَعْضُতোমরা পরস্পরেরبَعْضُكُمْ
شَیْءٍكُلِّসব কিছুর كُلِّ شَیْءٍ
كُمْاَیُّতোমাদের মধ্যেاَیُّكُمْ
الْمَغْضُوْبِغَیْرِঅভিশপ্তদের ব্যতীতغَیْرِ الْمَغْضُوْبِ

অন্যান্য বাক্যাংশের মত, বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি সমন্বিতভাবে অন্য বাক্যের সাথে ব্যবহৃত হতে পারে। যেমন مِن بَعْدِ ذَٰلِكَ -ইহার পর, এখানে জার্ মাজরূর/বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি এসেছে।

2 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!